"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৯৬ [ তারিখ : ০৩-০৭-২০২৫]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @shimulakter
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
লেখিকা: শিমুল আক্তার। জাতীয়তা: বাংলাদেশী। লেখিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে জিওগ্রাফি নিয়ে এম এস সি করেছেন। উনি একজন গৃহিণী। স্বাধীনচেতা মানুষ, ভালোবাসেন বই পড়তে, নানা রকমের রান্না করতে। সেই সাথে ফটোগ্রাফি করতেও ভীষণ পছন্দ করেন। বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ পান। নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করেন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
DIY পোস্ট -❣️ " ক্লে দিয়ে ফুলদানি সহ ফুল তৈরি " by shimulakter (তারিখ 02.07.2025)
ক্লে দিয়ে তৈরি ফুলদানি ও ফুলের DIY টি সত্যিই এক নিপুণ হাতের সৃজনশীলতার পরিচয়। ক্লে দিয়ে যেকোনো DIY একটু কঠিন। ক্লে সহজে আকার নেয় ঠিকই কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে শক্ত হয়েও যায়। পোস্ট কারী ধাপে ধাপে ক্লে দিয়ে প্রথমে ফুলদানির কাঠামো তৈরি করেছেন তারপর ফুলের পাপড়ি। ফুল বানানোর কাজ টিও দ্রুত করতে হয়েছে। বিভিন্ন রঙের ক্লে ব্যবহার না করে উনি এক রঙের পাপড়ি বানিয়েছেন। যা প্রত্যেকটা আলাদা ভাবে তৈরি করে পুঙ্খানুপুঙ্খ ভাবে জোড়া লাগানো হয়েছে। ফুলের পাপড়িগুলোর নকশাতে জটিলতা নেই সেজন্যই আমার বেশি ভালো লেগেছে।
ফুল ও ফুলদানি পুরো সম্পূর্ণ হয়ে গেলে রঙ সুন্দর ভাবে ফুটে উঠেছে। একদম প্রাকৃতিক ফুলের মতো। DIY ক্লে ফুলদানি এবং ফুল শুধু ঘর সাজানোর জন্য নয়, বরং নিজের শিল্পীসত্তাকে প্রকাশের দারুণ উপায়। আমার বাংলা ব্লগ সদস্যদের শিল্পীসত্তাকে বেশি প্রাধান্য দেয় এবং ভবিষ্যতেও দেবে।
কাজের স্বীকৃতি কাজের প্রতি আগ্রহ আরো বাড়িয়ে তোলে।আজ অনেক দিন পর আমার ডাই পোস্টটিকে ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করা হয়েছে দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ জানাচ্ছি মনোনীত করার জন্য।
আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। শিমুল আপু সবসময় দারুন দারুন পোস্ট উপস্থাপন করেন। ফুল এবং ফুলদানি দেখতে অসাধারণ হয়েছে।
ফিচার আর্টিকেলে বেশ দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে । শিমুল আপুর পোস্ট দেখে অনেক ভালো লাগলো এবং খুব সুন্দর একটি ডাই পোস্ট করেছে। ধন্যবাদ পোস্টটি ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য।