এবিবি ফান প্রশ্ন- ৬০৫ || মাথা আমার, তবে ব্যথা আপনার কেনো?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

মাথা আমার, তবে ব্যথা আপনার কেনো?

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

অভিজ্ঞদের মতামত চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 5 days ago 

তা তো হবেই, কথায় আছে না যার বিয়ে তার খবর নাই পাড়া পড়শীর ঘুম নাই। এ বিষয়টা ঠিক সেরকম। কারণ মানুষের স্বভাবই এটা, তারা সবসময়ই, অন্যের জিনিস বেশি পছন্দ করে। তাইতো নিজের মাথা ব্যথার চেয়ে পরের মাথা ব্যথাটাই প্রাধান্য পায় তাদের কাছে।

 4 days ago 

একেবারে বাস্তব একটা কথা বলেছেন।

 4 days ago 

যার বিয়ে তার খবর নাই পাড়া পড়শীর ঘুম নাই এইটা বাস্তব আপু।

 4 days ago 

মাথা আমার, তবে ব্যথা আপনার কেনো?

যারা সবসময় মানুষের পিছনে লেগে থাকে,তারা অন্যের ভালো দেখলে শুধু মাথা না,তাদের পুরো শরীর-ই ব্যথা করে।

 4 days ago 

আপনি ঠিক বলেছেন ভাই।

 4 days ago 

মাথা আমার, তবে ব্যথা আপনার কেনো?

মাথা আমার হলেও আমার কাজের সমালোচনার হেড অফিস তো অন্যজন বা, যাদের ব্যথা হয়। মাথা আমার, তবে ব্যথা অন্য জনের হয় তার কারণ হলো আমার কাজে বাধা দেওয়া এবং আমার সফলতাকে ছোট করে দেখা, সমালোচনার মাধ্যমে দোষ ত্রুটি খুঁজে বের করা এবং হেয় প্রতিপন্ন করা।

মাথা আমার তবে ব্যথা আপনার কারণ আপনি আমার চিন্তা ভাবনার ব্যাকআপ ড্রাইভ😁😄😁😁।

 4 days ago 

মাথা আমার, তবে ব্যথা আপনার কেনো?
কারণ অন্যের ব্যাপারে আমরা নাক গলাতে বেশি পছন্দ করি আর এটাই বর্তমান সমাজের কালচার হয়ে গেছে। অন্যকে নিয়েই আমরা সবসময় পড়ে থাকি।

 4 days ago 

হ্যাঁ এটা বর্তমানের কালচার হয়ে দাঁড়িয়েছে এখন।

 5 days ago 

মাথা তো আমার, কিন্তু আমি এমনই স্পেশাল মানুষ, আমার মাথা ব্যথা করলে আশেপাশের মানুষের হৃদয় আর মাথা দুটোই ব্যথা করে।ভালবাসার টান বুঝলেন!!😜

 4 days ago 

হা হা হা 🤣🤣। ভালোবাসা একটু বেশি তাদের।

 4 days ago 

বুঝতে পারছি ভাই আপনার ভালোবাসার মানুষ অভাব নেই।

 5 days ago 

কথায় আছে--যার বিয়ে তার হুঁশ নেই,পাড়া পড়শির ঘুম নেই।কারণ মাথা একান্তই আমার হলেও সেই মাথার অধিকার, দায়িত্ব ,কর্তব্য সবই ওই পড়শিরা নিয়ে রেখে দিয়েছে সমালোচনা করার জন্য।সেজন্য ব্যথাটা তাদের।হি হি☺️☺️

 4 days ago 

তাদের সবকিছুতেই একটু বেশি বাড়াবাড়ি থাকে।

 4 days ago 

হুম, ঠিক ভাইয়া।

 4 days ago 

জি আপু, সমালোচনা করার জন্য অনেকের মাথা ব্যথার শেষ নেই।

 4 days ago 

হুম ভাইয়া।

 4 days ago 

মাথা আমার, তবে ব্যথা আপনার কেনো?

কারন আপনার সুখ-শান্তি, সফলতা, জনপ্রিয়তা আমার সহ্য হয় না। কারন আমরা বাঙালী, আর বাঙালীদের এটাই সবথেকে বড় সমস্যা। আপনি কষ্টে থাকবেন,অশান্তিতে থাকবেন, সেটা দেখে আমারা ৩৪ টা দাঁত বের করে হাঁসবো। এটাই আমাদের বাঙালীদের মূল চরিত্র,এটাই আমরা চাই, হে হে হে।😁😄

 4 days ago 

আমারা ৩৪ টা দাঁত বের করে হাঁসবো । হাসার সময় দুইটা ধার করে নিয়ে আসবো দাঁত হা হা হা 😁।

 4 days ago 

"কারণ আমি তো আপনার চিন্তায় ডুবে আছি, তাই মাথা আমার হলেও দায়টা আপনার হয়ে গেছে!"🤩

@abb-fun, what a fantastic initiative with ABB-Fun! 🎉 I love the concept of sparking creativity and humor within the community. The daily question format, with its emphasis on funny and imaginative answers rather than correctness, is a brilliant way to engage users and foster a lighthearted atmosphere.

The current question, "মাথা আমার, তবে ব্যথা আপনার কেনো?" (Why do you have the pain when it's my head?) is especially clever and ripe for hilarious interpretations. I can already imagine the witty and inventive responses it will generate. The rules are clear and concise, making it easy for everyone to participate.

Offering a daily prize of $10.00 in votes is a great incentive to encourage participation. Keep up the excellent work in bringing joy and creativity to the Amar Bangla Blog community! I'm excited to see the imaginative answers unfold. Everyone, jump in and share your funniest thoughts! 😄

 4 days ago 

ব্যক্তিত্বসম্পন্ন মানুষ কখনোই অকারণে অন্যের বিষয় নিয়ে নাক গলায় না।হটকারী বা ব্যক্তিত্বহীন মানুষরাই ধরনের কাজে লিপ্ত।সুতরাং এরকম মানুষ দেখলে বিভ্রান্ত না হয়ে সামনের দিকে এগিয়ে যান।

 4 days ago 

একেবারে ঠিক একটা কথা বলেছেন আপনি

 4 days ago 

দারুন বলছেন ভাই, একেবারে বাস্তব কথা।