পেতেই হবে এমন তো কোন কথা নেই, অনেক কিছু দূর থেকেই সুন্দর
আমরা সারা জীবনেই নিজেদের লক্ষ্যের উপরে নির্ভরশীল। নিজেদের লক্ষ্য অনুযায়ী আমরা সবসময় কাজ করার চেষ্টা করি। তবে মাঝেমধ্যেই আমাদের কিন্তু লক্ষ্য অনুযায়ী আমরা কাজ করতে পারি না, কিংবা লক্ষের অনেক কাছাকাছি যে সেই কাজে ব্যর্থ হয়ে যাই। এই বিষয়গুলো কিন্তু সৃষ্টিকর্তা প্রযোজ্য এবং এই বিষয়টা আপনাকে এবং আমাকে মনে প্রাণে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
জীবনের এমন কিছু মুহূর্ত রয়েছে যে সময়গুলোতে আমরা কি করব বুঝে উঠতে পারি না। আমাদের কাছের মানুষ আমাদের থেকে হারিয়ে যায়। কিছু কিছু মূল্যবান জিনিস আমাদের থেকে দূরে চলে যায়। তখন আমাদের কি করা উচিত আমরা ভেবে পাইনা। তবে একটা বিষয় কি জানেন, সবকিছু যদি আমরা পেয়েই যাই তাহলে এই জীবনের অর্থ কি! একবার ভেবে দেখেছেন। জীবনের কিছু কিছু বিষয় যেগুলো আমরা মনেপ্রাণে বিশ্বাস করি এবং তাদেরকে নিজের করে নেওয়ার চেষ্টা করি সেসব জিনিসগুলো না হয় দূর থেকেই সৌন্দর্য উপভোগ করি। সেটার মধ্যেও কিন্তু আলাদা একটি ভালোবাসা কাজ করে। যেটা আসলে সেভাবে ভালোভাবে অনুধাবন করতে পারিনা আমরা।
জীবনে চলার পথে এসব বিষয়গুলো আমাদের ভালো ভাবে মনে রাখতে হবে, তা না হলে সামনের দিকে এগিয়ে যাওয়া আমাদের পক্ষে অনেকটাই কষ্টকর হয়ে যাবে। মাঝে মাঝে কিছু সিদ্ধান্ত আমাদের মেনে নিতে হবে কিছু ভালোর জন্য কিছু করতে হয় এবং আল্লাহতালা যা কিছুই করেন না কেন আমাদের মঙ্গলের জন্যই করে। এই বিষয়গুলো মনে প্রাণে বিশ্বাস করতে হবে। তাহলে হয়তো আফসোসের জায়গাটা কাজ করবে না। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাবেন আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।