সরিষা ফুলের ফটোগ্রাফি || 10% beneficiary @beautycreativity
হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রতিনিয়ত চেষ্টা করেই নতুন কি করা যায়। এখনকার মধ্যে আমার কাছে ফটোগ্রাফি করতে বেশি ভালো লাগে। এইজন্য ফটোগ্রাফি করতে বেশি পছন্দ করি। তেমনি আজকেও নতুন কিছু ফটোগ্রাফি নিয়ে আসলাম। এখন তো কোথাও বের হলেই ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। কারণ ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমার কাছে। আশা করি আমার আজকের এই ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে সরিষা ক্ষেতের ফটোগ্রাফি শেয়ার করব। সরিষা ফুল দেখতে যেমন ভালো লাগে তেমনি ফুলের ঘ্রাণ নিতে ভালো লাগে। কারণ এই ফুলগুলো সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। তবে আমার কাছে সরিষা ফুল গাছ দেখলে অনেক ভালো লাগে। তবে এই ফুল থেকে সরিষার তেল হয়। আবার সরিষা ফুলের পাতা দিয়ে ভর্তা করলে কিন্তু খেতে বেশ মজা লাগে। কারণ আলাদা একটা ঘ্রাণ লাগে ভর্তা করে খেতে লাগে। তবে আমাদের গ্রাম অঞ্চলে বড় বড় জায়গার মধ্যে সরিষা ক্ষেত চাষ করা হয়। আর অল্প দিনে এই গাছগুলোর মধ্যে ফুল আসে। যখন সরিষা ফুল ফুটে তখন জমির মধ্যে গেলে মন ভরে যায়। ওইখানে বিভিন্ন ধরনের প্রজাপতি হতে অনেক কিছু দেখা যায়। আর মাঝেমধ্যে চেষ্টা করি ঘুরতে যাওয়ার জন্য। শীতের সময় আমি আমি সরিষা ক্ষেতে গেলাম ঘুরতে। তখন দেখি সম্পূর্ণ ক্ষেতের মধ্যে ফুল ফুটেছে সরিষা ফুলের। দেখে আমার কাছে এতই ভালো লাগলো সাথে সাথে আমি ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই সরিষা ফুলের ফটোগ্রাফি গুলা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আশা করি আমার ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
পোস্ট বিবরণ
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Samsung galaxy a7 |
ফটোগ্রাফার | @bdwomen |
লোকেশন | ফেনী |
https://x.com/bdwomen2/status/1946218075180909017?t=2cfwm67hKaoH4j-pxU4kiA&s=19