"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৭০৯ [ তারিখ : ১৮-০৭-২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @kibreay001


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম: মোঃ কিবরিয়া হোসেন। তিনি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করেন। তিনি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। তার মাতৃভাষা বাংলা, তিনি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসেন। সব থেকে বেশি পছন্দ করেন ফটোগ্রাফি করতে। তিনি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করেন। কয়েকটি শখের মধ্যে তার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। ২০২২ সালের জানুয়ারী মাসে তিনি স্টিমিটে জয়েন করেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতির জাদুঘর ভ্রমণ " by @kibreay001 ( ১৭/০৭/২০২৫ )

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতির জাদুঘর ভ্রমণ। আপনারা সকলে জানেন বেশ কিছুদিন আগে আমি সিঙ্গাপুরে এসেছি। আসলে এখানে আসার পর থেকে বেশি ব্যস্ততার মধ্যে সময় কাটছে। এর মাঝেও চেষ্টা করছি প্রতিনিয়ত আপনাদের সাথে নিজের মূল্যবান কিছু সময় অতিবাহিত করার জন্য। আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠে গোসল শেষ করে খাওয়া-দাওয়া শেষ করে বেশ কিছু সময় বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলাম। এভাবে বেশ কিছু সময় অতিবাহিত হয়ে গেল দুপুরবেলা বন্ধুরা সকলে মিলে আবারো রুমে ফিরে আসছিলাম আসার পথে কিছু খাবার কিনে নিয়ে আসছিলাম সেগুলো রুমে এসে খাওয়া দাওয়া করেছি। দুপুর বেলায় হালকা একটু ঘুমিয়ে ছিলাম ঘুম থেকে উঠে বসে গেলাম আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য। মোবাইলের গ্যালারিতেই ছবি খুজতে গিয়ে দেখি বেশ কিছুদিন আগের কয়েকটি ছবি আছে তাই আজকেই শুরু করে দিলাম আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার যাক । আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে খুবই সুন্দর ভাবে চমৎকার দুটি ছবি আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করেছি। আমি মূলত ফেনীতে রকি ভাইদের এলাকায় ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি এবং রকি ভাই দুজন মিলে বিকেলবেলায় বাইক নিয়ে ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতির জাদুঘর দেখার জন্য গিয়েছিলাম।------


বাংলা ভাষার জন্য প্রাণ দেওয়া বীর সন্তান আব্দুস সালাম-এর স্মৃতিকে ঘিরে গড়া জাদুঘর ভ্রমণের গল্প শেয়ার করেছেন @kibreay001

ফেনীর সালাম নগরে রকি ভাইয়ের সঙ্গে জাদুঘর, শহীদ মিনার, মসজিদ আর দেয়ালে খোদাই করা ইতিহাস দেখে মুগ্ধ হয়েছেন তিনি। ছোট জায়গায় গড়ে তোলা স্মৃতিসৌধ আর গ্রন্থাগারে কাটানো সময় ছিলো খুবই বিশেষ।

@kibreay001 ভাইকে ধন্যবাদ মাতৃভাষার জন্য প্রাণ দেওয়া শহীদদের গল্প আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য। আপনারাও মন্তব্য করে জানাবেন কেমন লাগলো এই ভ্রমণের গল্প।


2.png

ফটো @kibreay001 এর পোষ্ট হতে নেয়া হয়েছে।


ধন্যবাদ সবাইকে।

Banner 4 years.png

Banner PUSS0.png

Sort:  
 yesterday 

আমার আজকের লেখা পোস্টটি ফিউচার আর্টিকেল হিসাবে মনোনীত হয়েছে দেখে সত্যি বেশ ভালো লেগেছে। আসলে আমাদের মাতৃভাষার জন্য যে সকল মানুষ প্রাণ দিয়েছে তাদের সকলকে শ্রদ্ধা জানাই। আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতির জাদুঘর ভ্রমণ করে তার জীবনী সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছিলাম। আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ধন্যবাদ আমার পোস্ট পোস্ট ফিউচার আর্টিকেলে মনোনীত করার জন্য।