"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭০৮ [ তারিখ : ১৭.০৭.২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @abubakar121
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
উনার নাম মোঃ আবু বকর সিদ্দিক ।স্টিমিট আইডি - @abubakar121। বাসস্থান - বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ১নং খোঁড়াগাছ ইউনিয়নের ৩নং ওয়ার্ল্ডের খোঁড়াগাছ তেকানী গ্ৰামে।উনারা তিন ভাই।বর্তমানে তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়াশোনা করছেন। সাবজেক্ট ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।আর উনার শখ ক্রিকেট খেলা ,ফুটবল খেলা ,ব্যাডমিন্টন খেলা।সে সাথে ভ্রমণ করতে ,ঘোরাঘুরি করতে অনেক বেশি পছন্দ করেন।স্টিমিট এ যুক্ত হয়েছেন ২০২৪ এ।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
আগুন নেভানোর অভিজ্ঞতা শেয়ার করবো... @abubakar121 (17.07.2025 )
আজ যখন ফিচার্ড আর্টিকেল পোস্ট বাছাই করছিলাম। তখন উনার পোস্টটি নজরে আসাতে আসলে পড়ার পরে বেশ ভালো লাগলো। তো তাই ভাবলাম আজকে এই লেখাটি আপনাদের সকলের জন্য ফিচার্ড আর্টিকেল হিসেবে মনোনীত করি ।
এই ব্লগে উনি যেভাবে নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা দিয়ে আগুন নেভানো বিষয়টা তুলে ধরেছেন, সেটা সত্যিই প্রশংসার যোগ্য। একেকটা ঘটনা যেনো চোখের সামনে ভেসে উঠছে। রান্নাঘরের মতো সাধারণ জায়গা থেকেও কত বড় দুর্ঘটনা হতে পারে, তা উনি খুব বাস্তবভাবে দেখিয়েছেন। আর সেই মুহূর্তে আতঙ্কিত না হয়ে কীভাবে নিজেকে শান্ত রেখে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, সেটাও উনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন।প্রায় ব্যাপারেই আগুন লাগার ঘটনায় উনি প্রথমে এগিয়ে না গেলে হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেতো। উনার সাহস আর উপস্থিত বুদ্ধির কারণে আশেপাশের মানুষও আগুন নেভাতে উৎসাহ পেয়েছিলো।সেটা থেকেই বোঝা যায়, একজনের সাহস কিভাবে দশজনকে সাহসী করে তুলতে পারে।আর ফ্যাক্টরির ঘটনাটাতে উনি যেমনভাবে ইলেকট্রিক মেইন সুইচ বন্ধ করে, সবার নিরাপত্তা নিশ্চিত করেছেন, তা খুবই প্রশিক্ষিত ও দায়িত্বশীল আচরণের পরিচয়।
পুরো লেখায় যেটা সবচেয়ে ভালো লেগেছে, তা হলো উনি শুধু নিজের গল্প বলেননি বরং প্রতিটি ঘটনাতেই শেখার মতো কিছু রেখেছেন যেমন কবে পানি ব্যবহার করা ঠিক না, কখন ফায়ার এক্সটিংগুইশার দরকার হয় বা কিভাবে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে হয়।সত্যি বলতে, এই ব্লগটা শুধু একটি অভিজ্ঞতা না বরং সবার জন্য একটি শিক্ষামূলক ও অনুপ্রেরণাদায়ক লেখা। উনার মতো মানুষদের অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। উনাকে ধন্যবাদ, এমন দরকারি বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য।
ছবিগুলো @abubakar121 এর ব্লগ থেকে নেওয়া
উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।ধন্যবাদ সবাইকে।