আমার বাংলা ব্লগের চতুর্থ বর্ষপূর্তির বিশেষ হ্যাংআউটের বিশেষ পুরস্কার : সংগীত পরিবেশন
বিগত ১১ই জুন ২০২৫ ছিল "আমার বাংলা ব্লগের" চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ হ্যাংআউট । এই হ্যাংআউট-কে এবার অনেকগুলি সেগমেন্টে বিভক্ত করা হয়েছিল । একদিনে না করে মোট তিনদিন ধরে এবারের বর্ষপূর্তির বিশেষ হ্যাংআউট অনুষ্ঠিত হয়েছে । প্রথম দিন অর্থাৎ ১১ জুনের অনুষ্ঠানের সময় ছিল ২ ঘন্টা, ১২ জুন ছিল ২ ঘন্টার এবং ১৩ জুন ছিল ৩ ঘন্টার । তাই তিনদিন মিলিয়ে এবার আমাদের হ্যাংআউট এর মোট সময় ছিল ৭ ঘন্টার । ১১ই জুন ঘড়ি ধরে কাঁটায় কাঁটায় ঠিক আটটা তিরিশে বর্ষপূর্তির বিশেষ হ্যাংআউট শুরু হয়ে গেলো । এই লাইভ অনুষ্ঠানে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ৫০ এর অধিক ছিল ।
≋ সংক্ষিপ্ত অনুষ্ঠানসূচি ≋
꧁দ্বিতীয় দিবস꧂
ꕥ ভেন্যু : "আমার বাংলা ব্লগ" এর অফিসিয়াল ডিস্কর্ড চ্যানেল
ꕥ সময় : ১২ জুন ২০২৫, ভারতীয় সময় রাত সাড়ে আটটা
💫অফিশিয়াল থিম সং শোনা
💫"আমার বাংলা ব্লগ" নিয়ে সংক্ষিপ্ত প্ল্যান ঘোষণা
💫এডমিন-মডারেটরের পক্ষ থেকে "কবিতা রচনা" কনটেস্ট এর রেজাল্ট ঘোষণা করা এবং বিজয়ীদের অনুভূতি শোনা
💫প্রতিষ্ঠাতার পক্ষ থেকে বিশেষ AI কনটেস্ট এর রেজাল্ট ঘোষণা করা এবং বিজয়ীদের অনুভূতি শোনা
💫 কমিউনিটির সদস্যদের পার্টিসিপেন্টে সাংস্কৃতিক অনুষ্ঠান -
০১. কবিতা আবৃত্তি
০২. সংগীত পরিবেশন
💫 এয়ারড্রপ এবং গিভওয়ে
"আমার বাংলা ব্লগের" চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ হ্যাংআউট সম্পর্কে আমার ধারাবাহিক পোস্ট লেখা শুরু করেছি গত ৪ঠা জুলাই থেকে। প্রতিটা সেগমেন্টের অতি সংক্ষিপ্ত বর্ণনার সাথে আমার নিজস্ব অনুভূতি ও চিন্তাভাবনা শেয়ার করে চলেছি । আর সেই সাথে প্রত্যেকটা সেগমেন্টে যে বিশেষ পুরস্কার রাখা হয়েছিল আমার তরফ থেকে সেগুলোও দেওয়া শুরু করেছি । এটি চলবে এই সপ্তাহ জুড়ে ।
আমাদের কমিউনিটির এই বিশেষ হ্যাংআউট এ অনেক টাইপের পুরস্কার রাখা হয়েছিল । প্রধান ধরণ ও স্ট্যাটাস নিচে দেয়া হলো -
০১. কমিউনিটির অ্যাডমিন এবং মডারেটরদের পক্ষ থেকে
০২. কমিউনিটির ফাউন্ডারের পক্ষ থেকে
এবার আসি কি কি টাইপের পুরস্কার রাখা হয়েছিল -
০১. কনটেস্ট প্রাইজ : বর্ষপূর্তির বিশেষ কন্টেস্টে (AI দিয়ে গ্রাফিক্স ডিজাইন) যাঁরা অংশগ্রহণ করেছিলেন তাঁদের জন্য কমিউনিটির পক্ষ থেকে মোট ১০০০ .০০ স্টিম পুরস্কার রাখা হয়েছে ।
Status : Completed✅
০২. হ্যাংআউট কুইজ : বিশেষ এই কুইজ কন্টেস্টে অ্যাডমিন/মডারেটরদের তরফ থেকে ৫৫ স্টিম আর আমার তরফ থেকে ১০০ স্টিম কুইজ প্রাইজ রাখা হয়েছিল । সর্বমোট ১৫৫ স্টিম ।
Status : Completed✅
০৩. কমিউনিটিতে নিজেদের অনুভূতি শেয়ার : এই সেগমেন্টে অংশগ্রহণকারীদের জন্য অ্যাডমিন/মডারেটরদের তরফ থেকে পুরস্কার ছিল ৫০ স্টিম আর আমার পক্ষ থেকে ছিল ২০০ স্টিম । সর্বমোট ২৫০ স্টিম ।
Status : Completed✅
০৪. কমিউনিটির এন্টারটেইনমেন্ট পর্বে কবিতা আবৃত্তি ও শ্রুতি নাটক : এই সেগমেন্টে অংশগ্রহণকারীদের জন্য অ্যাডমিন/মডারেটরদের তরফ থেকে পুরস্কার ছিল ৯০ স্টিম আর আমার পক্ষ থেকে ছিল ৪৫০ স্টিম । সর্বমোট ৫৪০ স্টিম ।
Status : Completed✅
০৫. কমিউনিটির এন্টারটেইনমেন্ট পর্বে সঙ্গীত পরিবেশন : এই সেগমেন্টে অংশগ্রহণকারীদের জন্য অ্যাডমিন/মডারেটরদের তরফ থেকে পুরস্কার ছিল ৫০ স্টিম আর আমার পক্ষ থেকে ছিল ২৫০ স্টিম । সর্বমোট ২৯০ স্টিম ।
Status : Processing⌛
০৬. সিরিজ giveaway : কমিউনিটির তরফ থেকে কমিউনিটির ডিসকোর্ড সার্ভারের # general chat চ্যানেলে আয়োজিত করা হয় এই বিশেষ giveaway সিরিজের। ধারাবাহিকভাবে তিনদিনে সর্বমোট ৩৭টি giveaway দেওয়া হয় যার মোট প্রাইজমানি ছিল ১,০৫০ স্টিম এর ।
Status : Completed✅
০৭. স্পেশ্যাল এয়ারড্রপ : কমিউনিটির অ্যাডমিন/মডারেটরদের তরফ থেকে কমিউনিটির ডিসকোর্ড সার্ভারের # giveaway চ্যানেলে আয়োজিত করা হয় এই বিশেষ এয়ারড্রপ এর । তিনদিনে অনেকগুলি সিরিজ এয়ারড্রপ ছিল। মোট পার্টিসিপেন্ট ছিল ৫০+ জন প্রতিটা এয়ারড্রপে। মোট পুরস্কার ছিল ১১০০ স্টিম ।
Status : Completed✅
গত চারটি পর্বে আমি আমার বাংলা ব্লগের চতুর্থ বর্ষপূর্তির বিশেষ হ্যাংআউটের "নিজের অনুভূতি শেয়ার", "কুইজ কনটেস্ট", "বিশেষ AI কনটেস্ট", "কবিতা আবৃত্তি ও শ্রুতি নাটক পর্ব", Giveaway ", এবং "এয়ারড্রপ" সেগমেন্টের পুরস্কার প্রদান সম্পন্ন করেছি । আজ আমি চতুর্থ বর্ষপূর্তির বিশেষ হ্যাংআউটের দ্বিতীয় দিনের "এন্টারটেইনমেন্ট" সেগমেন্টে আমার তরফ থেকে সংগীত পরিবেশন এর যে পুরস্কারের কথা ছিল সেটা প্রদান করছি ।
কমিউনিটির চতুর্থবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ এই হ্যাংআউটে এদিন সবাই খুব ভালো গান করেছিলেন । প্রত্যেকের গানই আমি খুব দারুণভাবে এনজয় করেছিলাম । আমি মনে করি এদিন হ্যাংআউট এ অংশ নেওয়া প্রায় প্রত্যেক ইউজাররাই গানগুলি দারুনভাবে এনজয় করেছিলেন ।
যাই হোক, বিশেষ হ্যাংআউট এর তৃতীয় সেগমেন্টের (এন্টারটেইনমেন্ট সেগমেন্ট) সংগীত পরিবেশন পর্বে যাঁরা তাঁদের অপূর্ব শ্রুতিমধুর কণ্ঠস্বরে আমাদেরকে সংগীত পরিবেশনে মুগ্ধ করেছিলেন তাঁদের নাম পর্যায়ক্রমে হলো - মহিন আহমেদ, বৃষ্টিচাকী তনয়া, সৈকত, নিলয় এবং শুভ ।
আজ আমি আমার পক্ষ থেকে এই ০৫ জন ইউজারকে কমিউনিটির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ হ্যাংআউট এ তাঁদের সংগীত পরিবেশন করার জন্য বিশেষ পুরস্কারে পুরস্কৃত করলাম । একই সাথে সকল বিজয়ীদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা ।
কনটেস্ট : গানের উৎসব
অনুষ্ঠিত : ১২ই জুন ২০২৫, বৃহস্পতিবার
মোট অংশগ্রহণকারী : ০৫
মোট বিজয়ী : ০৫
পুরস্কার : প্রত্যেককে ৫০ স্টিম করে মোট ২৫০ স্টিম
বিজয়ী এবং পুরস্কার ঘোষণা
ABB Anniversary Hangout - "Music performance" :: Places & Prizes
STEEMIT ID | PRIZE |
---|---|
@bristychaki | 50 STEEM |
@saikat890 | 50 STEEM |
@mohinahmed | 50 STEEM |
@nilaymajumder | 50 STEEM |
@shuvo35 | 50 STEEM |
পুরস্কার প্রদান সম্পন্ন
ABB Anniversary Hangout - "Music performance" :: Prize Distribution
Date | From | To | Amount | Unit | Memo |
---|---|---|---|---|---|
2025-07-16, 17:54 | rme | shuvo35 | 50.000 | STEEM | ABB Anniversary Special Hangout Event Prize |
2025-07-16, 17:54 | rme | nilaymajumder | 50.000 | STEEM | ABB Anniversary Special Hangout Event Prize |
2025-07-16, 17:53 | rme | mohinahmed | 50.000 | STEEM | ABB Anniversary Special Hangout Event Prize |
2025-07-16, 17:53 | rme | saikat890 | 50.000 | STEEM | ABB Anniversary Special Hangout Event Prize |
2025-07-16, 17:53 | rme | bristychaki | 50.000 | STEEM | ABB Anniversary Special Hangout Event Prize |
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR

যারা সংগীত পরিবেশন করে আমাদেরকে মুগ্ধ করেছিল তাদেরকে পুরস্কার পাঠানো হয়েছে দেখে বেশ ভালো লাগলো। চতুর্থ বছর পূর্তি উপলক্ষে প্রতিযোগিতার বিষয়গুলো যেন আবার নতুন করে মনে পড়ে গেল।
0.00 SBD,
0.58 STEEM,
0.58 SP
এবিবির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় অংশ নিয়ে বিজয়ী প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি।আশা করি আগামীতে অনুষ্ঠানে আপনারা আরো ভালো করবেন।আপনাদের সকলের জন্য শুভকামনা রইলো।
0.00 SBD,
0.56 STEEM,
0.56 SP
আমার বাংলা ব্লগের চতুর্থ বর্ষপূর্তির বিশেষ হ্যাংআউটের সংগীত পরিবেশন গুলো অনেক সুন্দর হয়েছিল। সবাই খুবই আনন্দ উপভোগ করেছে। লাস্টে শুভ ভাই সবাইকে মুগ্ধ করেছে। আশা করি দাদার বিশেষ পুরস্কার পেয়ে তারা উৎসাহিত হবে।
0.00 SBD,
0.55 STEEM,
0.55 SP
চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আমার বাংলা ব্লগ হ্যাংআউটের দিনগুলো বেশ আনন্দে কেটেছে।যারা পুরস্কার পেয়েছে তাদেরকে অনেক অভিনন্দন। আমার বাংলা ব্লগ আরও এগিয়ে যাক যুগ যুগ ধরে এই কামনাই করি।
0.00 SBD,
0.54 STEEM,
0.54 SP
আমার বাংলা ব্লগের চতুর্থ বর্ষপূর্তির বিশেষ হ্যাংআউটের দিন গুলো আমার বেশ ভালই কেটেছিল ঐদিন। আর পুরস্কার পেতে কার না ভালো লাগে। আজকে যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন। এভাবেই যেন প্রত্যেক বছর হাসিখুশি ভাবে দিনটা কাটাতে পারি।
0.00 SBD,
0.53 STEEM,
0.53 SP
বেশ আনন্দময় দিন কাটিয়েছি আমার বাংলা ব্লগের চতুর্থ বর্ষপূর্তির বিশেষ হ্যাংআউটের দিন গুলোতে। আর প্রতিটি সেগমেন্টই ছিল আনন্দে ভরপুর। যাই হোক সংগীত পরিবেশন এ যারা পু্রস্কৃত হয়েছেন তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন।
0.00 SBD,
0.52 STEEM,
0.52 SP
উপহার পেয়ে অনেকটা সম্মানিত বোধ করলাম, ধন্যবাদ ভাই অনুপ্রেরণা যোগানোর জন্য। কৃতজ্ঞতা প্রকাশ করছি।
0.00 SBD,
0.51 STEEM,
0.51 SP
আমার বাংলা ব্লগের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ হ্যাংআউটে গান গাইতে পেরে সত্যিই খুব ভালো লেগেছিল। আর আজকে পুরষ্কার পেয়ে তো আরও বেশি ভালো লাগছে। যাইহোক আমাদেরকে পুরষ্কৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সবসময়।
0.00 SBD,
0.49 STEEM,
0.49 SP
আমার বাংলা ব্লগ এ আসার পর থেকেই প্রতিবারই আমার মেয়ে গানে প্রথম হয়ে আসছে এটা আমার জন্য পরম সৌভাগ্যের একটা ব্যাপার।এবারও তার ব্যতিক্রম ঘটেনি আমার কাছে খু্ব খুব আনন্দের একটি বিষয়।আজে সকালে ঘুম থেকে উঠেই পুরস্কার পেয়ে খুবই ভালো লাগছে।অনেক অনেক ধন্যবাদ দাদা।🙏❤️
0.00 SBD,
0.41 STEEM,
0.41 SP
Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.