কাগজের তৈরি আপেলের নকশা!

in Incredible India9 hours ago

IMG_20250719_111018.jpg

Hello Everyone,,,

আশা করি, আপনারা সকলে অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। বিগত পোস্টে আপনাদের বলছিলাম যে, বৃষ্টির পর আবারও ভীষণ রোদ উঠেছে তবে সেটা বেশি খুব বেশি দীর্ঘ হয় নি।

আবারও শুরু হয়েছে সারা দিন বৃষ্টি। এখন অবশ্যই মাঝে মাঝে এমন হবে তাছাড়া আবারও ফসল চাষের সময় এসেছে তাই বৃষ্টির প্রয়োজন অনেক বেশি। প্রকৃতি আমাদের প্রয়োজন বোঝে আর তাই তো সময় মতো সব কিছুর যোগান দেয়!

বৃষ্টির সময়ে বাড়িতে বসে আবারও নতুন একটা নকশা তৈরি করার কাজ শুরু করলাম। আজ কাগজ দিয়ে আপেল তৈরি করবো। অন্য দিনের তুলনায় আজ অনেকটা সময় বেশি লাগবে এই প্রস্তুতি নিয়েই শুরু করেছিলাম।

উপকরণ:-

  • রঙ্গিন কাগজ।
  • কাঁচি ।
  • কাগজে ব্যবহার উপযোগী আঠা।

IMG_20250713_225738.jpg

আমি আগেও বলেছি, কাগজের নকশা তৈরি করার জন্য অবশ্যই সঠিক মাপ অনেক বেশি গুরুত্বপূর্ণ। কাগজের কাটিং যতটা নিখুঁত হবে নকশা দেখতে ততটাই ভালো হবে।

তাই প্রতিটা কাটিং যেন একই মাপের হয় সেজন্য প্রথমে একটা শক্ত কাগজ নিয়ে উপরের নকশা অনুযায়ী কেটে নিতে হবে। একই নকশা অনেক বার তৈরি করতে হবে তাই এটা ব্যবহার করে নকশা কাটলে প্রতিটা নকশা একই সাইজের হবে।

IMG_20250713_225841.jpg

IMG_20250713_225910.jpg

প্রথমে একটা কাগজ A4 সাইজের কাগজের মাঝ বরাবর কেটে নিতে হবে। তারপর অর্ধেকটা নিয়ে ভাজ করে নিতে হবে। আমার ছবিগুলো দেখলে হয়ত আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে ভাজ করেছি।

IMG_20250713_225932.jpg

IMG_20250713_230530.jpg

IMG_20250713_230544.jpg

এবার আগে কেটে রাখা শক্ত কাগজের অংশটি ব্যবহার করার পালা। মূল কাগজের নকশা অনুযায়ী কাঁচি র সাহায্যে অন্যগুলো কেটে নিতে হবে। আসলে কাজের সুবিধার জন্য এই পদ্ধতি অবলম্বন করেছি।

নিজের সুযোগ নিজেকেই তৈরি করে নিতে হবে সেটা হোক নকশা তৈরির ক্ষেত্রে অথবা জীবনে চলার পথে।

IMG_20250719_013512_787.jpg

IMG_20250719_013512_638.jpg

আমি আজকে যে নকশা টা তৈরি করবো সেটা সম্পূর্ণ করতে অনেকগুলো ধাপ অনুসরণ করতে হবে। একই পদ্ধতি অবলম্বন করে মোট ৩৬ পিস তৈরি করতে হবে। আশা করি, আপনারা অনুমান করতে পারছেন যে কতটা সময় লাগতে পারে সব কিছু করতে। এদিকে বৃষ্টি হচ্ছে আর কারেন্টও নেই তাই অন্ধকার। এজন্য ছবি তোলার সময় মোবাইলের ফ্লাশ জ্বালিয়ে নিতে হচ্ছে এজন্য কাগজের কালার ভিন্ন ভিন্ন দেখাচ্ছে।

IMG_20250719_013512_600.jpg

IMG_20250719_013507_508.jpg

সব থেকে বেশি সময় লেগেছে ৩৬ পিস কাগজের ছোট ছোট নকশা তৈরি করতে। এবার আমি প্রতিটা ছোট নকশাকে আঠার সাহায্যে একটির সাথে আরেকটি লাগিয়ে নিলাম। ছবিতে দেখানো নিয়মে একটির সাথে অন্যটি লাগাতে হবে।

IMG_20250719_013512_956.jpg

IMG_20250719_013512_718.jpg

সবগুলো লাগানো হয়ে গেলে আঠাটা ভালো ভাবে শুকানোর অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে একটু বাতাস দিয়ে সহজের আঠা শুকিয়ে যাবে।

এবার আমাদের আপেলের মেইন সেপ তৈরি করার পালা। উপরের অংশে আঠা লাগিয়ে একদম নিচের অংশের সাথে লাগিয়ে দিতে হবে। এক্ষেত্রে আঠা লাগতে অসুবিধা হতে পারে। তবে আঠা লাগিয়ে বেশ কিছুক্ষণ চেপে ধরে রাখার পর লেগে গিয়েছিলো। তাহলে সেটা আপেলের নকশা তৈরি হয়ে যাবে।

IMG_20250719_013512_750.jpg

IMG_20250719_013512_594.jpg

এবার আপেলের একটা পাতার নকশা করার পালা। এজন্য প্রথমে একটা কাগজপর টুকরো গোল করে পাকিয়ে নিতে হবে। তারপর পাতার আকারে নকশা করে তৈরি করতে হবে।

এবার পাতার অংশটা আপেলের মাঝ বরাবর ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তাহলে সম্পূর্ণ নকশাটা তৈরি হয়ে যাবে।

IMG_20250719_013513_390.jpg

এই ধরনের নকশা সুন্দর দেখায় পারফেক্ট কালারের কাগজ ব্যবহার করলে। তবে হাতের কাছে অনেক সময় প্রয়োজনীয় রঙের কাগজ নাও পাওয়া যেতে পারে। যাই হোক, আমার তৈরি নকশাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন৷

Sort:  
Loading...
 40 minutes ago 

Thank you Very much for your support.