"টেস্টি আলু মোমো রেসিপি"
নমস্কার
টেস্টি আলু মোমো রেসিপি:
আমাদের দেশের বেশ জনপ্রিয় একটি খাবার হচ্ছে মোমো।যেটা ময়দার পুর দিয়ে তৈরি করা হয়ে থাকে আর বেশ সময়সাপেক্ষও বটে।আর পুরের ভিতরে বিভিন্ন মাংস কিংবা সবজি সহযোগে তৈরি করা হয়ে থাকে।কিন্তু আমি এখানে তৈরি করেছি চালের গুঁড়ার পুরি দিয়ে আর আলু সহযোগে।আসলে চিকেন মোমো,ভেজ মোমো এবং আলু মোমো হয়ে থাকে।তাই আমি আমার প্রিয় আলুকেই বেছে নিয়েছি।আমি এই প্রথমবারের মতো মোমো রেসিপি তৈরি করলাম।তবে চালের গুঁড়া ব্যবহার করাতে আমাকে খামি তৈরি করতে অনেক সমস্যায় পড়তে হয়েছিলো।যাইহোক তারপরও এটি অনেক সুস্বাদু ও টেস্টি হয়েছিলো খেতে।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক---
উপকরণসমূহ:
2.চালের গুঁড়া- 2 কাপ
3.পেঁয়াজ পেস্ট- 4 টেবিল চামচ
4.লবণ-1 টেবিল চামচ
5.হলুদ-1/2 টেবিল চামচ
6.জিরে পেস্ট-1.5টেবিল চামচ
7.কাঁচা মরিচ- 5 টি
8.লাল মরিচ গুঁড়া- 1 টেবিল চামচ
9.পাঁচফোড়ন- 1/3 টেবিল চামচ
10.শুকনো লংকা পেস্ট-1.5 টেবিল চামচ
11.জিরে ও ধনিয়া গুঁড়া-1 টেবিল চামচ
12.টমেটোর সস
13.সরিষার তেল-3 টেবিল চামচ
14.জল
প্রস্তুত-প্রণালী:
ধাপঃ 1
প্রথমে আমি আলুগুলির খোসা ছাড়িয়ে ছোট ছোট চারকোনা পিচ করে কেটে নিলাম।তারপর জল দিয়ে ধুয়ে নিলাম ভালোভাবে।
ধাপঃ 2
এরপর পেঁয়াজ ও লংকার পেষ্ট তৈরি করে নিলাম।
ধাপঃ 3
এবারে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে হালকা গরম করে নিলাম মিডিয়াম আঁচে চুলায়।
ধাপঃ 4
এরপর তেলের মধ্যে কাঁচা মরিচ ও পেঁয়াজের পেস্ট দিয়ে হালকা নেড়েচেড়ে ভেজে নিলাম।
ধাপঃ 5
তারপর সমস্ত পেস্ট ও গুঁড়া মসলা পরিমাণ মতো দিয়ে দেব পেঁয়াজের মধ্যে।এখন একটু নেড়েচেড়ে মসলাগুলি ভেজে নিয়ে তার মধ্যে টমেটোর সস দিয়ে দিলাম।
ধাপঃ 6
এরপর সমস্ত মসলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে লাল রঙের করে।
ধাপঃ 7
এবারে ধুয়ে রাখা আলুগুলির টুকরো দিয়ে দেব মসলার মধ্যে।
ধাপঃ 8
এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কষিয়ে নেব আলুগুলি মসলার সঙ্গে।
ধাপঃ 9
এরপর আলুগুলি কষিয়ে নিয়ে জল দিয়ে দেব পরিমাণ মতো তারপর ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব।আর সেদ্ধ হয়ে গেলে জল শুকিয়ে গেলে নামিয়ে রেখে দেব আলুর পুরগুলি।
ধাপঃ 10
এবারে একটি পাতিলে কিছুটা জল ও সামান্য লবণ দিয়ে নেব।তারপর জল হালকা গরম হলে তার মধ্যে চালের গুঁড়া দিয়ে মিশিয়ে নেব।
ধাপঃ 11
5 মিনিট নেড়েচেড়ে নামিয়ে নেব সেদ্ধ চালের গুঁড়া তারপর ঠান্ডা হলে খামি তৈরি করে নেব।
ধাপঃ 12
এখন অল্প অল্প খামি নিয়ে গোল করে নিয়ে হাত দিয়ে চেপে পুরি তৈরি করে নেব।সেই পুরির মধ্যে আলুর পুর দিয়ে একটু ডিজাইন করে নেব।
ধাপঃ 13
এভাবে সবগুলো মোমোর ডিজাইন তৈরি করে নিলাম একে একে।যেটা বেশ সময়সাপেক্ষ।
ধাপঃ 14
এখন একটি পাত্রে জল দিয়ে চুলায় বসিয়ে দেব।তারপর সেই পাত্রের জল গরম হয়ে গেলে একটি ছিদ্রযুক্ত ঝাকি বসিয়ে দেব পাত্রের উপর।
ধাপঃ 15
এখন সেই পাত্রের উপর মোমোগুলি বসিয়ে দেব এক এক করে।তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো।
ধাপঃ 16
তো 10 মিনিট পর মোমোগুলি ভাপে সেদ্ধ হয়ে গেলে একটি একটি করে তুলে নেব পাত্রে।
শেষ ধাপঃ
সবশেষে মোমোর সঙ্গে টমেটোর সস নিয়ে নেব কিছুটা।তো তৈরি করা হয়ে গেল আমার টেস্টি আলু মোমো রেসিপি।
পরিবেশন:
এখন এগুলি গরম গরম পরিবেশন করতে হবে বিভিন্ন সস দিয়ে।এই রেসিপিটি খেতে অনেক টেস্টি ও সুস্বাদু।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | রেসিপি |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
টুইটার লিংক
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1944556400526684454
https://x.com/green0156/status/1944557749892960550
https://x.com/green0156/status/1944559290125295882
মোমো খেতে আমারও বেশ ভালো লাগে। তবে আলু দিয়ে এভাবে ঘরে তৈরি করে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। তৈরি করার ধাপগুলো দেখে শিখে নিলাম। এভাবে একদিন ট্রাই করে দেখব। মজাদারও পছন্দের একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
অবশ্যই ট্রাই করবেন আপু, ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
মোমো নামটা শুনলেই যেন জিভে জল চলে আসে। আপনি দেখছি আজকে খুবই স্বাস্থ্যসম্মত ভাবে মোমো তৈরি করেছেন। আলু দিয়ে মোমো তৈরি এই প্রথম দেখলাম। ভীষণ ভালো লাগলো এত সুন্দর একটি রেসিপি দেখে ধন্যবাদ।
আসলেই বেশ স্বাস্থ্যকর এটি,ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
টেস্টি আলু মোমো রেসিপি শেয়ার করেছেন।রেসিপিটি অনেক ভালো হয়েছে!রেসিপিটি দেখেই জিভে পানি চলে এসেছে! আলু মোমোটা ঠিক বাইরের দোকানের মতোই সুস্বাদু লাগছে। ধন্যবাদ এমন সহজ ও বিস্তারিত রেসিপি শেয়ার করার জন্য।
বাইরে থেকে যতটা সহজ মনে হচ্ছে ততটাও নয়।ট্রাই করে দেখতে পারেন, ধন্যবাদ।
আলু মোমো দুর্দান্ত হয়েছে। দেখেই তো মনে হচ্ছে খেতেও দারুন হয়েছিল। এই ধরনের খাবারগুলো খেতে সবাই পছন্দ করে। অনেক মজার একটি রেসিপি তুলে ধরেছেন আপু।
হ্যাঁ আপু,সুস্বাদু হয়েছিলো।ধন্যবাদ আপনাকে।
মোমো কখনো খাওয়া হয়নি এবং এগুলো রেসিপিও কখনো দেখা হয়নি৷ আজকে আপনার কাছ থেকে যেভাবে এই আলু মোমো দেখলাম তা দেখে একেবারে সুস্বাদু দেখা যাচ্ছে৷ একই সাথে এখানে যেভাবে আপনি এটি ধাপ ধাপে তৈরি করার পদ্ধতি গুলো শেয়ার করেছেন তা যেরকম সুন্দর হয়েছে৷ এখানে যখন আপনি এটি তৈরি করে শেষ পর্যন্ত এর ডেকোরেশন এটিকে একেবারে লোভনীয় দেখা যাচ্ছে৷
ভাইয়া, এগুলো বেশিরভাগ সময় রেস্টুরেন্টে পাওয়া যায়।ধন্যবাদ আপনাকে।
মোম একটি স্বাস্থ্যকর খাবার। বিভিন্ন কিছুর পুর দিয়েই মোম বানানো হয় । তবে আলু দিয়ে যে মোমো বানানো যায় এই প্রথম দেখলাম। আশাকরি বেশ মজার ছিল আলুর মোমো।নতুন একটি মোমোর রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
মোম নয় আপু,মোমো।যাইহোক ধন্যবাদ আপনাকে।
বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপু। চিকেন মোমো প্রায় সবসময়ই খাওয়া হয় আমার। কিন্তু আলু মোমো খাওয়া হয়নি কখনো। বেশ ভালো লাগলো রেসিপিটা দেখে। রেসিপিটা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার সুন্দর অনুভূতি জেনে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।