You are viewing a single comment's thread from:

RE: Steemit Update [July 7th, 2025] : Steemit Challenge Season 25 - Week 4

in #steemit12 days ago

Steemit Challenge Season 25 - Week 4

Steemit-এর ২৫তম সিজনের ৪র্থ সপ্তাহ শুরু হয়েছে নতুন উদ্দীপনা আর বৈচিত্র্যময় কিছু চ্যালেঞ্জ নিয়ে। সত্যি বলতে, এই সপ্তাহের চ্যালেঞ্জগুলো দেখেই বুঝা যায় কতটা চিন্তাশীলভাবে এই আয়োজনগুলো তৈরি করা হয়েছে।
খাবারের রেসিপি যেমন চিকপি সালাদ আর ডেট অ্যান্ড নাট বারস থেকে শুরু করে সৃজনশীলতা নির্ভর চ্যালেঞ্জ মেকা অ্যানিমে ড্রইং এবং সিল্ক পেইন্টিং কোর্স — সবই অত্যন্ত আকর্ষণীয়।
বিশেষ করে Steem Atlas এর মিউজিয়াম, আর্ট গ্যালারি ও ট্যুরিস্ট আকর্ষণীয় স্থান নিয়ে চ্যালেঞ্জটা আমার কাছে অনেক দারুণ লেগেছে। এটা বিভিন্ন দেশের সংস্কৃতি আর সৌন্দর্য তুলে ধরার এক অসাধারণ সুযোগ।

সব চ্যালেঞ্জ হোস্টদের (@dasudi, @jesusnunez, @m-fdo, @ruthjoe ও অন্যান্যদের) জানাই আন্তরিক ধন্যবাদ — আপনাদের প্রচেষ্টায় Steemit আরও প্রাণবন্ত হচ্ছে প্রতিদিন।

সব অংশগ্রহণকারীদের জানাই অনেক শুভকামনা। চলুন সবাই মিলে Week 4 কে আরও আনন্দময় ও সৃষ্টিশীল করে তুলি!

ধন্যবাদ @steemitblog এবং পুরো টিমকে এমন অসাধারণ উদ্যোগে পুরো স্টিমেট প্ল্যাটফর্মকে মাতিয়ে রাখার জন্য।