আসন্ন ঈদ


eid-5304089_1920.png

Source

ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি, ঈদ মানেই পরিবারের সকলকে মিলে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া। ঈদ মানেই হচ্ছে একটি মহামিলন। যেখানে পরিবারের সকল সদস্য থাকবে আপনার প্রিয় মানুষেরা আপনার পাশে থাকবে এবং সমস্ত মানুষগুলোকে নিয়ে আপনি যখন সেই দিনটা উদযাপন করবেন তারই নাম হচ্ছে ঈদ।

এই সামনের দিকে ঈদ চলে আসছে, এর জন্য কিন্তু আমরা সকলেই অনেক এক্সাইটেড এবং বিভিন্ন ধরনের পরিকল্পনা করে যাচ্ছি। এই ঈদে আমরা কি কি করব কোথায় কোথায় ঘুরতে যাব সবকিছুই প্যান করে রাখি। আসন্ন ঈদকে ঘিরে আমারও ব্যক্তিগত কিছু পরিকল্পনা রয়েছে। প্রত্যেকটি পরিকল্পনার জন্যই রয়েছে আলাদা আলাদা চিন্তাভাবনা। যেহেতু বিয়ের পর এটাই আমার প্রথম এই তাই এই এর থেকে নিয়ে আমারও এক্সাইটিংমেন্ট অনেক বেশি এবং অনেকগুলো পরিকল্পনা রয়েছে। জানিনা সবকিছু পূরণ হবে কিনা। তবে আমি আমার জায়গা থেকে পূরন করার চেস্টা করবো।

এছাড়াও আমি শুনেছি শ্বশুরবাড়িতে নাকি জামাই আদর ভালোভাবেই করা হয়। সেটা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি। জানিনা কি হবে। তবে আসন্ন এই ঈদকে ঘিরে আমার উদ্দীপনার কমতি নেই। বরঞ্চ অনেকগুলো এক্সাইটমেন্ট রয়েছে এবং এই ঈদকে কিভাবে উদযাপন করব সেটারই পরিকল্পনা চলছে। আপনাদের কি অবস্থা তা অবশ্যই মন্তব্য জানাতে পারেন আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

ABB.gif